জাতীয়রাজনীতি

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এ ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকি ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ মাসে সারাদেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনায় ২৫০ জন আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের ২টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯৪ জন আহত হন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker