আন্তর্জাতিক

টেক্সাসে ছোট বোনের গুলিতে বড় বোনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি অ্যাপার্টমেন্টে দুর্ঘটনাক্রমে তিন বছর বয়সী এক শিশুর গুলিতে তার চার বছরের বোন নিহত হয়েছে। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় রোববার টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হিউস্টনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরতলির হিউস্টনের একটি অ্যাপার্টমেন্টে থেকে আহত এক নাবালকের বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টা টায় জরুরি কলে আসে। দুর্ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে পাঁচজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহত শিশুর তিন বছর বয়সী ছোট বোন একটি লোড করা আধা-স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে বড় বোনকে গুলি করে। এসময় তাদের মা এবং সৎ বাবাও বাড়িতেই ছিলেন। 

হ্যারিসের শেরিফ এড গঞ্জালেজ সাংবাদিকদের জানান, সে সময় সবাই বাড়িতে থাকলেও তাদের অগোচরে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তাদের সাথে থাকা প্রাপ্তবয়স্কদের মধ্যে কেউ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

গঞ্জালেজ বলেন, এটিকে একটি শিশুর আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ এবং অন্য কাউকে আঘাত করার আরেকটি দুঃখজনক গল্পের মতো মনে হচ্ছে। আমাদের হৃদয় ভেঙে গেছে।

তবে সোমবার পর্যন্ত নিহত শিশু, তার বোন বা তাদের পরিবারের কোনো সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সহিংসতা এবং দুর্ঘটনায় বহু শিশু হতাহত হয়েছে। 

অলাভজনক সংস্থা ‘এভরিটাউন ফর গান সেফটি’ বলছে যে, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ১৯ হাজার শিশু-কিশোর বন্দুক দুর্ঘটনায় আহত বা নিহত হয়। 

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker