আন্তর্জাতিক

পশ্চিম তীরে গুলি করে ইসরায়েলি নিরাপত্তা কর্মী হত্যা

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বসতি অ্যারিয়েলের প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকিতে দেশটির এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১.২০ মিনিটের দিকে নিরাপত্তা চৌকির সামনে একটি গাড়ি এসে থামে। এরপর গাড়ি থেকে নেমে দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষীকে গুলি করে পালিয়ে যায়।

জানা গেছে, এই হামলায় ব্যবহৃত গাড়িটি পরে ফিলিস্তিনের বিদয়া শহরে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর ওই এলাকায় ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান শুরু করেছে। লকডাউন ঘোষণা করা হয়েছে ইসরায়েলি বসতি অ্যারিয়েল এলাকায়।

শনিবার (৩০ এপ্রিল) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অ্যাভি ব্লাট বলেন, হত্যাকারীদের খুঁজে বের না করা পর্যন্ত আইডিএফ অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুইশ’র অধিক বসতিতে ছয় লাখের বেশি ইসরায়েলি বসবাস করে।

এদিকে ওই রাতেই ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, নিহত ইয়াহিয়া আলী আদওয়া এর আগে কারাভোগ করেছেন।

তবে ইসরায়েলি বসতি অ্যারিয়েলে নিরাপত্তারক্ষী নিহত হওয়ার সঙ্গে এ ঘটনার তাৎক্ষণিক সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker