সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে এই মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা: পলাশ কান্তি দত্ত।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুহা: সাদ্দাম হোসেন, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আ: গণি, যুলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, আবু তাহের, আ: ছালাম প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার খামারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; ১৮ এপ্রিল থেকে ২২এপ্রিল পর্যন্ত প্রাণিসম্পদ সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আবদুর রশিদ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। পরে আলোচনা শেষে মেলার আয়োজিত ৩২টি স্টল পরিদর্শন করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker