লালমনিরহাট

দির্ঘ দুই বছর পর ভিসাধারীদের ভারতে যাতায়াতের জন্য উন্মুক্ত হলো বুড়িমারী স্থলবন্দর

দির্ঘ দুই বছর পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন চেকপােস্ট) দিয়ে ভ্রমণসহ সকল ভিসাধারীদের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাে: আনােয়ার হােসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার সাড়ে ১২টা থেকে আজ বহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত উভয় দেশের মোট ৪০ জন পাসপাের্ট যাত্রী বুড়িমারী স্থলবন্দর চেকপােষ্ট ব্যবহার করেন।

এসআই আনোয়ার হোসেন আরও বলেন, পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপাের্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দেশের যাত্রী পাড়াপাড় করতে পারবেন।

বুড়িমারী অভিবাসন পুলিশ সূত্র জানায়, প্রায় দুই বছর এ স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ ছিল।

বুধবার দুপুর ১২টার দিকে ভারতের ওপারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সমীর শামাং জানান, এই পথে ২০২২ সাল যেসব ভিসাধারীরা অনুমাদন পাবে ও ওই ভিসায় চ্যাংরাবান্ধা পথে যাদের উল্লেখ থাকবে, তাঁরা এ পথ ব্যবহার করে ভারতে যাতায়াত করতে পারবেন। একই ভাবে ভারতীয় ভিসাধারীরাও এ পথ যাতায়াত করতে পাবেন বলে তিনি জানান। প্রথম দিন বিকল পাঁচটা পর্যন্ত উভয়দেশের ২৫ জন যাত্রী পারাপার হয়েছেন এরমধ্যে ভারতের দশ জন ছিল।

জানা গেছে, করােনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ভ্রমণ ভিসাধারীদের এই পুলিশ অভিবাসন চৌকি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের পাসপার্ট যাত্রীদের ভারতে প্রবশের জন্য কষ্ট করে ছিল। এদিকে বুড়িমারী স্থলবন্দরে এই অভিবাসন চৌকি খুলে দেয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভ্রমন ও ভারতে চিকিৎসা নেয়া রােগীদের।

পাটগ্রাম পৌর এলাকার আলমগীর হাসন জানান, চেকপাস্ট বন্ধ থাকায় ভারতে চিকিৎসা নিতে পারছিলাম না। দীর্ঘদিন ধরে রােগ ভুগছি। চেকপােস্ট খুলে দেয়ায় ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবাে।

তাছাড়া বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী রাশেদ হাসন বলেন, এ অভিবাসন চৌকি দিয়ে সকল ভিসাধারীদের যাতায়াতের পথ খুলে দেয়ায় এ স্থলবন্দরটির প্রাণচঞ্চলতা ফিরে পেয়েছে। কেননা এ বন্দর দিয়ে প্রতিদিন উভয়দেশের প্রায় পাঁচ শতাধিক মানুষ চলাচল করেন।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাে: আনােয়ার হােসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ি এখন থেকে এ স্থলবন্দর শুন্যরেখায় আÍর্জাতিক নিরাপত্তা চৌকি (আইসিপি) দিয়ে ওপারের ভারতীয় চাংরাবান্ধা ভারতীয় অভিবাসন পুলিশের ভ্রমণ ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker