লালমনিরহাট

লালমনিরহাটে ধরলা নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলায় ধরলা নদীতে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার (৬ ডিসেম্বর) লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে সংরক্ষণের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে সদর উপজেলার ফলিমারীচর এলাকার ধরলা নদীতে মরদেহটি ভেসে ওঠে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার মোগলহাট সীমান্তের মেইন পিলার ৯২৩ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারীচর এলাকার ধরলা নদীতে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা মোগলহাট বিজিবি ও সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল গিয়ে ভারতের ৯০ বিএসএফ গীতালদহ ক্যাম্পকে জানালে তারা পরিচয় নিশ্চিত করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি সূত্র জানায়, ওই ব্যক্তির নাম আনারুল মিয়া (৩৫)। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার ডাকাবেলার কুটি গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনদিন আগে ভারতীয় অংশের চর এলাকায় গরু চড়াতে গিয়ে নিখোঁজ হন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker