তাড়াশ

তাড়াশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ১৪ দিনের ‘কঠোর’ বিধিনিষেধের (১৪) চৌদ্দতম দিনে সিরাজগঞ্জের তাড়াশে বিধিনিষেধ মানাতে কঠোর উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের ১টি মোবাইল টিম কাজ করছেন মাঠে। তাদের সার্বিক সহায়তা করছে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার (৫আগস্ট ) সকাল থেকে কঠোর বিধিনিষেধ মানাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: রুমানা আফরোজ মাঠে নেমেছেন। প্রশাসনের অভিযানের খবর পেয়ে মুহূর্তের মধ্যে পৌর শহরের বাজার ও রাস্তাঘাট ফাকা ও জনশুণ্য হয়ে পড়ে।
এদিকে ভ্রাম্যমান আদালত লকডাউন বাস্তবায়নে অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় ৭ টি মামলায় ৫৪০০/- টাকা অর্থ দন্ড প্রদান করে।
পরে হ্যান্ড মাইক হাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে, মুখে মাক্স পড়তে এবং কাজ সেরে দ্রুত বাড়িতে ফিরে যেতে বলেন।তিনি আরো বলেন, আমি এখানে থাকতে আসিনি আপনারাই এই এলাকায় বসবাস করবেন। তাই ভালমন্দ নিয়ে নিজেকেই ভাবতে হবে।  আমি যদি আমার বাহিনী নিয়ে তাড়া দেই তাহলে সকলেই দৌড়ে পালাবেন ।তাই নিজ থেকেই সবাই  চলে যান।
 উপজেলা প্রশাসনকে পুলিশ ও বিজিবি সার্বিক সহযোগীতা করছেন।
 তাড়াশ বাজার কমিটির সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক বলেন, তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্দোগ খুবই প্রশংসনীয়। তারা স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মানাতে অক্লান্ত পরিশ্রম করছেন।
এ সময় তিনিও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এবং যারা কাজ ছাড়া অযথা ঘোরাঘুরি করছেন তারা দ্রুত বাসায় ফিরে যান।
তাড়াশ উপজেলা ভূমি  অফিসার রুমানা আফরোজ  জানান, কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন, নিজে ও নিজের পরিবারকে সুরক্ষা রাখুন।
এ সময় সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য  সকলের প্রতি অনুরোধ জানান।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker