ধামইরহাট

ধামইরহাটের ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পালে হাওয়া

নওগাঁর ধামইরহাটে স্থানীয় ইউনিয়নে সরকার নির্বাচনের দিন তারিখ ঘোষণা না দিলেও নির্বাচনের পালে লেগেছে হাওয়া। চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে ধামইরহাট উপজেলায় শুরু হতে পারে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতোমধ্যেই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও মেম্বার পদে দলীয় মনোনয়ন পেতে জোরেসোরে দৌড়ঝাঁপ শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনী প্রচার-প্রচারণায়ও সবর হয়ে উঠেছে অনেকেই। সেই সাথে চলছে সম্ভাব্য প্রার্থীদের লবিং-গ্রুপিং।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের এলাকায় দোয়া ও সমর্থন চেয়ে বিভিন্ন বিলবোর্ড ঝুলিয়েছেন। শারদীয় দৃর্গাপুজা উপলক্ষে রঙ্গিন বিলবোর্ডর মাধ্যমে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন সম্ভাব্য প্রতিনিধিরা।
এসব পোষ্টার আর বিলবোর্ড ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়। চা ষ্টলে আড্ডায় বসে সাধারণ ভোটররা সম্ভাব্য প্রার্থীদের গুণগান শুরু করেছেন। অপরদিকে চলছে মোটরসাইকেলের শো-ডাউন।
ধামইরহাট উপজেলায় ৮ টি ইউনিয়ন হলো, ১ নম্বর ধামইরহাট, ২ নম্বর আগ্রদ্বিগুন, ৩ আলমপুর, ৪ নম্বর উমার, ৫ নম্বর আড়ানগর, ৬ নম্বর জাহানপুর, ৭ নম্বর ইসবপুর, ৮ নম্বর খেলনা।
নির্বাচন অফিস সুত্রে পাওয়া এ উপজেলায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ভোটার সংখ্যা প্রায় ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker