খাগড়াছড়ি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

বুধবার খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক  অভিক মোহন ত্রিপুরা ও যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন এর  নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিল খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। এরপর তারা সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক অভিক মোহন ত্রিপুরা  বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনে তার সুন্দর জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার যে প্রক্রিয়া এদেশে শুরু হয়েছিল, তার বিপরীতে দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শত বাধা-বিপত্তি, চড়াই-উৎরাই এবং নানা প্রতিকূলতা উপেক্ষা করে বাঙালির ভাত ও ভোট এবং অধিকার আদায়ের জন্য অবিচল থেকে সংগ্রাম চালিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা অনার্জিত স্বপ্নপূরণ করে সামনের দিকে এগিয়ে চলেছেন তাঁরই যোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা।’

যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন  বলেন, ‘পঁচাত্তর পরবর্তী দেশকে ধ্বংসস্তূপ থেকে পুনরুদ্ধারে এবং গণতন্ত্র, মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াইয়ে অবতীর্ণ হয়ে ১৯৮১ সালের ১৭ মে বহু চড়াই-উৎরাই, বাধা-বিপত্তি উপেক্ষা করে বাঙালি জাতির আলোকবর্তিকা হয়ে দেশে এসেছিলেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি সেদিন এসেছিলেন বলেই আজ জাতির পিতার সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে অসমাপ্ত কাজ সম্পন্ন করে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাঙালি জাতি। ভালোবাসায় ও সহমর্মিতায় তিনি বাংলার মানুষের প্রিয় এক ভগিনী, অতি আপনজন এবং একজন মমতাময়ী মা।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে তার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করছি।’

উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অর্ণব ত্রিপুরা টুটুল, সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker