রাজশাহী

গান পাউডার, গুলি ও সাত পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহীতে এক কেজি গান পাউডার, গুলি ও ম্যাগাজিন এবং সাতটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমান আতিক ও তার দুই সহযোগী শাহীন আলী ও মোহাম্মদ শহিদুল।

র‌্যাব-৫ অধিনায়ক লে: কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন খবরের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১০০ গ্রাম গান পাউডার, বোমা তৈরির স্প্লিন্টার, চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

অজ্ঞাত স্থান থেকে জনৈক তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি তাদের এই অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন বলেও জানান তিনি।

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতায় এসব অস্ত্র ও বোমা ব্যবহৃত হতো বলে ধারণা করেন র‌্যাব-৫ অধিনায়ক।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker