কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) ভাই-বোনের অন্তর্দ্বন্দ্বে সুযোগে লাঙল

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) বিশাল জনগোষ্ঠীর এ আসনে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের সুযোগে নৌকা ছেড়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী ঈগলের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন।

জানা যায়-কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। কিশোরগঞ্জ সদর উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৩৩২ জন ও হোসেনপুর উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৪৬ জন।

হোসেনপুরে ভোটের ব্যবধান কমিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে আসা এ দুর্গে এবার স্বতন্ত্র প্রার্থী ঈগলের থাবায় নৌকার বিজয়কে শঙ্কায় ফেলেছে।

এতে লাঙলের প্রার্থী ডা: আবদুল হাইয়ের সামনে বড় সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি। নৌকা না পেয়ে তাঁরই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম স্বতন্ত্র হয়ে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁরা উভয়েই মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ও বোন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker