কিশোরগঞ্জ

জিনারীর চেয়ারম্যান প্রার্থীর ফিল্মি স্টাইলে আগমন

আজহারুল ইসলাম,  ২১ বছর ধরে সৌদি আরবে থাকেন। প্রবাস জীবনে থেকেই তার মা’র কথায় ও জনগনের চাওয়া থেকে মনস্থির করেন চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। বিভিন্ন মাধ্যমে আগাম চেয়ারম্যান প্রার্থীতার জানান দিয়ে আসছিলেন,কখনো পোষ্টার ব্যানার,কখনো মতবিনিময় সভা, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম এমনটিই বলেন স্থানীয় ইউনিয়নের মানুষজন। তবে গতকাল বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) নব উদ্যমে জনগনের নজরে আসতে চেয়েছেন তিনি।

বিকেলে এলাকায়  ফিরে আসছেন হেলিকপ্টার যোগে, হেলিকপ্টার ল্যান্ড করার পূর্বে তার ইউনিয়ন  খুব নিচু দিয়ে বেশ কয়েকবার প্রদক্ষিণ করেন। তিনি দূর প্রভাসের স্বনামধন্য ব্যবসায়ী ২১ বছর যাবত প্রভাস জীবন কাটিয়ে গতকাল দেশে আসেন, ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে চড়ে ছুটে আসেন স্বীয় ইউনিয়নে। তার আগমনকে ঘিরে  আগে থেকেই গ্রামের উৎসুক  সর্বস্তরের শিশু কিশোর, আবাল-বৃদ্ধ, হিন্দু- মুসলিম,সর্বোপরি সকল শ্রেনী পেশার শত শত মানুষের  ভিড়। হেলিকপ্টার থেকে নামার পর কর্মী-সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। হেলিকপ্টার চড়ে চেয়ারম্যান প্রার্থীর এলাকায় আগমনকে ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচনা-সমালোচনার এক ভূ-কম্পিত ঝড়  নিজ এলাকা ও প্রতিবেশী এলাকাগুলিতে।

আব্দুল কাইয়ুম মৃধা(৪৫) বলেন – অন্যান্যদের তুলনায় উনার সমর্থনকারী বেশি। পরান (৩২) কথা হয় আমাদের সাথে তার ভাষ্যমতে- আজাহারুল ইসলাম  খেঁটে খাওয়া মেহনতী মানুষের পাশে থাকবে আজীবন এটা তাদের বিশ্বাস।

বিশেষ সূত্রে জানতে পারি- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নাধীন গাবর গাঁও গ্রামের মৃত ইমান আলীর ছেলে আজহারুল ইসলাম। আসন্ন  জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগাম প্রার্থী হিসেবে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রচারণা চালিয়ে আসছিলেন। নিজের প্রার্থী হওয়ার  সুদৃঢ় জানান দেওয়ার জন্যই, হেলিকপ্টারে চড়ে এলাকায় এসেছেন। এমনটাই ধারণা সর্বস্তরের মানুষের।। 

উপস্থিত সাংবাদিকদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম বলেন- গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেননি। তাই হেলিকপ্টার নিয়ে গ্রামে আসছি। আমি আমার ইউনিয়নের সর্বস্তরের  মানুষের  বেশ সাড়া পাচ্ছি। এলাকার মানুষের সেবা করার জন্যই  ২১ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরা। 


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker