কিশোরগঞ্জ

জ্ঞানের ভান্ডার “বারিক মনোয়ারা” পাঠাগার

কিশোরগঞ্জ হোসেনপুর নান্দানিয়া গ্রামে ২০১০ সালে কবি শাহ আলম বিল্লাল ও এলাকাবাসীর প্রচেষ্টায় গড়ে উঠেছে বারিক – মনোয়ারা পাঠাগার। পাঠাগারটিতে পরিদর্শন করে জানা যায়, এটি একটি সংগ্রহশালাও বলা যায়।পাঠাগারে রয়েছে দেশি বিদেশি ও স্থানীয় লেখকদের বই।প্রায় ৭০০ শতাধিক বই আছে পাঠাগারে, কিশোর-কিশোরী, তরুণ, তরুণী,নবীন, প্রবীণ অনেকেই এই পাঠাগারের সদস্য।

বারিক-মনোয়ারা পাঠাগারটি গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে পেয়েছে তালিকাভূক্তি সনদ ‘কিশোর-৩২’ প্রতি বছর জাতীয় অনুষ্ঠান এর পাশাপাশি স্থানীয় ভাবে লেখক ও গুণীজন সম্মাননা দিয়ে থাকেন পাঠাগার থেকে।

কবি শাহ আলম বিল্লাল এর সাথে কথা বলে বুঝা যায়, তিনি অনেক স্বপ্ন দেখেন পাঠাগার নিয়ে তাঁর প্রত্যাশা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহযোগীতা পেলে পাঠাগার সংস্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র হলে আরো পাঠক বৃদ্ধি ও তথ্য সেবা দেওয়া যেত। বারিক-মনোয়ারা পাঠাগার সবাইকে বই পাঠের আমন্ত্রণও জানান তিনি।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker