পানছড়ি

শোক দিবসে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম  সাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ অনুষ্ঠিত হয়।

চলছে শোকের মাস ১৫ আগষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যা করা হয়। বুলেটের আঘাতে স্তব্ধ করে দেওয়া হয় বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি সংগ্রামের দ্ব্যর্থহীন বজ্রকণ্ঠ। দেশের বাইরে অবস্থান করার কারণে সেদিন প্রাণে বেঁচে যান  জাতির জনক বঙ্গবন্ধুর দুইকন্যা বর্তমান  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও শেখ রেহানা।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ ও কালো ব্যাজ ধারন করেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এবং দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য ঝুকি বিবেচনা করে, সীমিত পরিসরে জাতীয় শোক দিবস পালন করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সমীর দত্ত চাকমা, সদস্য, মো: বাহার মিয়া, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সদস্য, জয়নাথ দেব উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি, মো: আবদুল মোমিন, সহ-সভাপতি, মো: নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক, বিজয় কুমার দেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ নাজির হোসেন ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক, নাজমুল হাসান, পানছড়ি সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি, মো: জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker