পানছড়ি

পানছড়ি নির্বাহী অফিসার বদলি জনিত কারণে ইউনিয়ন পরিষদ ও রানী প্রভা ফাউন্ডেশন এর আয়োজনে বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের  পদোন্নতি হওয়ায় পানছড়ি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও রানী প্রভা ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ মায়াকানন পার্কে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের

শনিবার বেলা ১২ ঘটিকার দিকে উপজেলা পরিষদ মায়াকানন পার্কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ইউনিয়ন  পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির হোসেন,  এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  বিগত ০২/১০/২০১৮ ইং তারিখে পানছড়ি  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে সততা ও সুনামের সাথে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

খাগড়াছড়ি জেলার পানছড়ি  উপজেলার করোনা কালীন সময়ে মানুষকে সচেতন ও বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী খাদ্য সহয়তা থেকে শুরু করে ঘর স্থাপনা , অনেক বাল্যবিয়ে বন্ধ করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান ও জরিমানা করেছেন,  অসংখ্য এ কারণে স্থানীয়দের কাছে তিনি ছিলেন বেশ প্রিয় একজন মানুষ।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন বলেন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। নির্বাহী কর্মকর্তা শুধু জনপ্রতিনিধিই নয়, সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে এত আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন যে কেউ তার এই উদারতায় তাকে শুধু শ্রদ্ধা করতেন। তাকে কখনো ভূলতে পারবো না। দুঃখের সাথে তাকে বিদায় জানাতে হচ্ছে । কিন্তু কিছুই যে করার নেই সরকারি চাকরি মানেই বদলি। তবে যেখানেই তাকেন যে ভাল থাকেন এবং সত্যতার সাথে কাজ করে যান।

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,পানছড়ি  উপজেলার মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন, মোঃ আহসান হাবীব  স্যার, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রানী প্রভা ফাউন্ডেশনের ও ব্যবসায়ি, বাবু উত্তম কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি, মোঃ আল আমিন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ওবায়দুল হক আবাদ, সহ  আরো প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker