আবহাওয়া ও জলবায়ুচট্টগ্রাম

এক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম নগর

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল। শনিবার (২১ মে) সকাল থেকে হওয়া বৃষ্টিতে ডুবে যায় নগরীর ষোলশহর, ২ নং গেইট বাকলিয়াসহ বিভিন্ন জায়গার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। 

পানি উঠে যাওয়ায় সড়কে যানবাহন চলাচলেও তৈরি হয় বিঘ্ন। এতে যাত্রী-পথচারী-শিক্ষার্থী ও অফিসযাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। 

সড়ক-বাসাবাড়ি, দোকানপাট-বিল্ডিং এর নীচতলা সব জায়গায় পানিতে থৈ থৈ করছে। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৪৮ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে তলিয়ে যায় নগরীর মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ অনেক এলাকা। 

সড়কে পানি উঠে যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হয় যানবাহন চলাচলে। এছাড়া সড়কে জলজটের কারণে যানজটের দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, অফিসগামী ও দূরপথের যাত্রীরা।

নগরবাসীর অভিযোগ, নগর জলাবদ্ধতা মুক্তির প্রকল্প সময়মতো শেষ না হওয়ায় জলজটের এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী হাসান বিন শামস জানান, জলাবদ্ধতা প্রকল্পের মাধ্যমে সাতটি খাল সংস্কার হয়েছে। অন্যগুলোও দ্রুত সংস্কার করে রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। 

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ প্রায় ছয় হাজার কোটি টাকার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। 

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker