গাজীপুরসারাদেশ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

কালীগঞ্জের দেওপড়া এলাকায় অবস্থিত সেভেন রিংস সিমেন্ট কারখানার ভেতরে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লিমন ভূঁইয়া (১৭) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা না করার শর্তে ২ লাখ টাকার বিনিময়ে রফা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লিমন ভূঁইয়া বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার মৃত সুমন ভূঁইয়ার ছেলে। সে সেভেন রিংস কারখানায় জাহাজ নির্মাণের ওয়েল্ডিং শাখায় শ্রমিকের কাজ করতো।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহত লিমন ভূঁইয়ার সহকর্মীরা বলেন, সকাল ১০টার দিকে লিমন ভূঁইয়াসহ পাঁচজন শ্রমিক একটি জাহাজের বডির ভেতরে পৃথক স্থানে ওয়েল্ডিং-এর কাজ করছিল। সে সময় হঠাৎ লিমন ভূঁইয়া বিদ্যুতায়িত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মামলা না করার শর্তে লিমন ভূঁইয়ার পরিবারের সদস্যদের ২ লাখ টাকা দিয়েছে সেভেন রিংস কর্তৃপক্ষ।
নিহত লিমনের চাচাতো দাদা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রাশিদুল ইসলাম ভূঁইয়া বলেন, লিমনের বাবা মৃত সুমন ভূঁইয়া সিএনজি অটোরিকশার চালক ছিলেন। সে ২০১১ সালে রুপগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। এরপর থেকে তার মা রাজিয়া সুলতানা দুই ছেলে লিমন ও রাকিবকে নিয়ে পার্শ্ববর্তী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে তাদের নানার বাড়িতে থাকে। বিদ্যুতায়িত হয়ে লিমন মারা যাওয়ার পর হাসপাতাল থেকে তার লাশ সান্তানপাড়া এলাকায় নিয়ে গেছে রাজিয়া সুলতানা।
এ সকল বিষয়ে জানতে নিহত লিমন ভূঁইয়ার মা রাজিয়া সুলতানার মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হওয়ার পর বেলা পৌণে ১১টার সময় লিমন ভূঁইয়া নামে ওই শ্রমিককে মৃত্যু অবস্থায় হাসপতালে আনা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে সেভেন রিংস সিমেন্ট কারখানার কালীগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নিয়াজ মোহাম্মদ বলেন, তিনি অসুস্থ থাকায় বর্তমানে বাসায় অবস্থান করছেন। তাই কোন তথ্য জানা নেই।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ”সেভেন রিংস সিমেন্ট কারখানায় জাহাজ নির্মাণের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লিমন ভূঁইয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker