ধামইরহাটনওগাঁসারাদেশ

ধামইরহাটে খোলা বাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি শুরু

নওগাঁর ধামইরহাটে খোলা বাজারে (ওএমএস কর্মসূচীর) আওতায় আটা ও চাল বিক্রির কার্যক্রম চালু হয়েছে। রবিবার ২৫ জুলাই সকাল ১০টায় এ কর্মসূচী চালু হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আতাউর রহমান জানান, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ যাতে সরকারি ভাবে সুলভ মূল্যে খোলা বাজারে আটা ও চাল পায় সেই লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচী চালু করা হয়। ৫ আগস্ট পর্যন্ত এ কর্মসূচী চলবে। ধামইরহাট সদরস্থ বাজার, উপজেলা পরিষদের সামনে ও আমাইতাড়া মোড় এই ৩ টি স্থানে শুক্রবার বাদে প্রতি দিন সকাল ৯টা থেকে বেলা ৫ টা পর্যন্ত বিক্রি হবে। প্রতিজন ৩০ টাকা দরে ৫ কেজি চাল এবং ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। একজন ডিলার প্রতিদিন ১ হাজার ৫শ কেজি চাল এবং ১ হাজার কেজি আটা বিক্রি করতে পারবে। এ কর্মসূচী তদারকির জন্য ৩ জন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker