মাগুরাসারাদেশ

আজ মাগুরা জেলার প্রখ্যাত কথা সাহিত্যক কবি সৈয়দ আলী আহসানের ১৮ তম মৃত্যুবার্ষিকী

আজ ছিলো মাগুরা জেলার প্রখ্যাত কথা সাহিত্যক কবি সৈয়দ আলী আহসানের ১৮ তম মৃত্যুবার্ষিকী।
মাগুরার এই কৃতী সন্তান ১৯২২ সালের ২৬ শে মার্চ মাগুরা জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
পেশাগত জীবনে তিনি ছিলেন  জাতীয় অধ্যাপক, সাবেক উপাচার্য ( জাবি, রাবি), বাংলা একাডেমীর সাবেক পরিচালক,  ইউ জি সা’র সাবেক চেয়ারম্যান। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, গবেষক, প্রবন্ধক, সম্পাদক, অনুবাদক।
তার উল্লেখযোগ্য রচনাসমূহর মধ্যে  অনেক আকাশ (১৯৬০), একক সন্ধ্যায় বসন্ত(১৯৬২), সহসা সচকিত (১৯৬৮), উচ্চারণ (১৯৬৮), পদ্মাবতী (১৯৬৮), মধুমালতি(১৯৭১) প্রকাশিত হয়।
তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ অনেক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাসিরুদ্দিন  স্বর্ণপদক( ১৯৮৫), মধুসূদন পুরস্কার (১৯৮৫),  স্বাধীনতা পুরস্কার (১৯৮৭) ইত্যাদি।
২০০২ সালের ২৫ শে জুলাই বরেন্য এই সাহিত্যক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে মাগুরাবাসী তাকে শ্রদ্ধাভরে স্বরণ করে

সম্পর্কিত সংবাদ

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button