আবহাওয়া ও জলবায়ুনওগাঁ

নওগাঁয় ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, হাসপাতালে বাড়ছে রোগী

নওগাঁ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বছরের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মানুষ। বইছে ঠান্ডা বাতাস আর ঢেকে আছে ঘন কুয়াশায়, ফলে বাড়ছে শীতের তীব্রতা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা নেই জেলায়। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই জেলাজুড়ে ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডার প্রকোপ আরও বেশ কয়দিন থাকতে পারে। ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষক। সেই সঙ্গে বিপাকে সাধারণ দিন মজুররা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয়। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী জানান, ঠান্ডা জনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীদের চাপ বেড়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker