কিশোরগঞ্জভিডিওসারাদেশ

অবশেষে উদ্ধার হল ব্রম্মপুত্রের তলদেশ থেকে মালবাহী ডুবন্ত ট্রলার

অনেক চেষ্টার পর অদ্য (১২/০৮/২১)রোজ বৃহস্পতিবার ডুবুরিদের টানা কয়েকদিন চেষ্টায় ব্রহ্মপুত্র নদের তলদেশ থেকে উপরে উঠাতে সক্ষম হয়েছে,মালবাহী ট্রলারটি।
সূত্রমতে যানা যায়-গত ৩০/০৭/২১ ইং তারিখে ব্রহ্মপুত্রের বাম তীরের প্রতিরক্ষা বাঁধের মালামাল নিয়ে নদের বুকে ধরাশায়ী হয় জামালপুর থেকে আসা ট্রলারটি।
অনুসন্ধানে আরু জানতে পারি-বাংলাদেশের নদ নদীগুলির, প্রধান সারির নদ ব্রম্মপুত্র।যার উত্তাল তরঙ্গ মালায় ভাসমান হাজারো মানুষের অশ্রু জল।বছরের পর বছর ধরে সর্বনাশা ছোবলে, নদের অতল গহ্বরে নিমজ্জিত করেছে ফসলী ভূমি ও বসতভিটা।
পরিশেষে বাজেট পাশ হয়েছে,বাম তীরের প্রতিরক্ষা বাঁধের। কাজ প্রায় শেষের দিকে। গত ৩০ তারিখে। বাঁধের কাজ করতে গিয়ে।
প্রায় ৪০০ (চারশত)ড্রাম্বিং ব্লক নিয়ে তলিয়ে যায় ট্রলারটি।
শতশত মানুষের উপস্থিতি জটলায় রুপ নিলো নদের পাড়।নদের পাড় থেকে ভেসে আসছিল।বাতাসে বাতাসে করুন আর্তনাদ, ডুইবা গেল,মইরা গেল,হায় হায়রে কি হইল!
ট্রলারটির আনুমানিক মূল্য পনের লক্ষ টাকা। আমরা ডুবুরিদের সাথে কথা বলে জানতে পারি- টানা ১২(বার)দিন চেষ্টার পর আজ জলের উপরে উঠাতে পেরেছে।তারা  এক লক্ষ বিশ হাজার টাকায় যুক্তি করেছিল।ট্রলারটি ব্রম্মপুত্রের গভীর থেকে উপরে উঠিয়ে দেবার জন্য।
প্রত্যক্ষদর্শী প্রদিপ(২২) আমাদের জানান-আমরার চক্ষের সামনে ট্রলার ডুবজে।ভয়ানক অবস্থা হয়ছিন।
আমরা ভাবজি বোডের(ট্রলারের) লেবার কেওই বুজি বাচতনা।যাই হোক বুড ডুবলেও কেউর কিচু অইচেনা।
আল্লায় বাচায়ছে।
ঘটনাটি ঘটে কিশোর গন্জ জেলার হোসেনপুর থানার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী নামক স্থানে।
যানা যায়-কিশোর গঞ্জের নিকলী উপজেলার ডুবুরীদের মাধ্যমে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker