ক্রিকেট

বোলিং তোপে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে দুইবার ৬০ রানে অল-আউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেদিন নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ১১৯ রান। জবাবে রঙ্গনার হেরাথের স্পিন-বিষে নীল হয় কিউইরা। ৩ দশমিক ৩ ওভার বোলিং করে দুটি মেডেনসহ মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন হেরাথ।

সেই হেরাথ এখন বাংলাদেশের বোলিং কোচ। আজও নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করার পেছনে স্পিনাররা বড় ভূমিকা রেখেছেন। স্পিনারদের তোপে মাত্র ৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল সফরকারীরা।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker