

মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হয়। স্ত্রীর প্রশংসা দিবস। ইংরেজিতে যাকে বলে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’।
২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয়, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।
দুঃসময়ে প্রথম যে মানুষটি পাশে দাঁড়ায়, চরম সিদ্ধান্তিহীনতায় যে ব্যক্তিটি একটি লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করে, তিনিই স্ত্রী। হতাশ হয়ে পড়লে তিনি ভরসা দেন পাশে থাকার। স্বামীর কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা একজন স্ত্রী। সারাদিনের ব্যস্ততা শেষে স্বস্তি নিয়ে আসেন স্ত্রীই।হয়তো জীবন জীবিকার তাগিদে অনেকে অনেক সময় স্ত্রীকে প্রশংসা করার মনেই থাকেনা,স্ত্রীকে অবহেলা করে অনেকে পরকীয়া প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়,এ দিনটি মনে করে পরকিয়া থেকে বেরিয়ে এসে স্বীয় স্ত্রীর প্রশংসায় সংসার জীবন হতে পারে মধুময়।
উল্লেখ্য,অন্যদিকে স্বামীদের আফসোসেরও কিছু নেই। প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ উদযাপন করা হয়।