গাজীপুরজাতীয়

সমাজকে মাদকমুক্ত করতে হবে খেলাধুলার মাধ্যমে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, খেলাধূলার মাধ্যমে সমাজ থেকে মাদক দুর করতে হবে। যুব সমাজ যদি খেলাধুলায় ব্যাস্ত থাকে, তাহলে নেশা কিংবা অসৎ কাজের চিন্তা মাথায় থাকবে না। কিন্তু যুবকরা অলস থাকলেই নানা অপর্কম মাথায় ঢুকবে, যা বাস্তবায়নে অস্থির হয়ে উঠবে।

তিনি আরো বলেন, খেলার মাঠে ভাল দর্শক থাকলে ভাল খেলা হয়। আমাদের নারী ফুটবলরা বিশ্বের কাছে সম্মান এনে দিয়েছে। আমরা যারা সমাজে রাজনীতি করি কোন পক্ষ পরাজয় হলে তা মানি না। কিন্তু ফুটবল খেলার মাঠে একদল হারলে আরেক দল মেনে নেয়। বাংলাদেশে হাসিনা সরকার ফুটবল খেলাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ভবিষতেও এই ফুটবল খেলাকে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য যা করার দরকার তাই করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শনিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকার সাহেব পাড়ার ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত শহীদ আব্দুল খালেক ও মেজর আব্দুল সালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।

Image

এশিয়া গ্রুপের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এ মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, পৌর মেয়র মজিবুর রহমান, জেলা আওয়মীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সলির খাওাব মোল্লা, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সলির সারোয়ার হোসেন আকুল প্রমুখ।

খেলায় মোল্লা পাড়া একাদশ- পূর্ব চান্দরা একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেন

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button