Site icon MIssion 90 News

এবার রবি-এয়ারটেল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

গ্রামীণফোনের পর এবার রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সর্বনিম্ন মোবাইল রিচার্জ নির্ধারণ করা হয়েছে।

রবি ও এয়ারটেল এসএমএস করে গ্রাহকদের জানাচ্ছে, এখন থেকে গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। শুধু রিচার্জের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত।

এর আগে, রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম গণমাধ্যমকে বলেন, রবির যেকোনো পণ্য-সেবার মূল্য মূলত গ্রাহকের চাহিদা এবং বাজার প্রতিযোগিতার ওপর নির্ভর করে। মোবাইল টপআপ অথবা রিচার্জের সর্বনিম্ন সীমা ২০ টাকা নির্ধারণের বিষয়টিও সে ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।

তবে রবি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে।

এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনও গ্রাহকদের জন্য সর্বনিম্ন মোবাইল রিচার্জ ২০ টাকা নির্ধারণ করে। রিচার্জের মেয়াদ ৩০ দিনের।

Exit mobile version