জাতীয়

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-মাইক্রোর সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

পদ্মা সেতুতে এক ভয়বহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ মোট ২৫ জনকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক। তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহের একটি যাত্রীবাহী বাস জাজিরা টোল প্লাাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর তুলে দেয়। ওই মাইক্রোবাসটি সিরাজগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিল। এ সময় একজন যাত্রী নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ জন যাত্রী। তাদের ঢাকায় নেওয়া হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সড়ক দুর্ঘটনার বেশ কিছু ভিডিও দেখা গেছে। ভিডিও গুলোতো কালো রঙের একটি হাইয়েচকে ক্রেন ‍দিয়ে উদ্ধার ও একটি মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হেফাজতে নিতে দেখা গেছে।

পদ্মা সেতুর দক্ষিণ থানায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাখা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker