জাতীয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার যথার্থতা দেখছে না সরকার। এর বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থাও নেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদসহ মন্ত্রণালয়ের সচিব ও অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে না জানিয়ে এ ধরনের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা বা নিষেধাজ্ঞা দেওয়া হবে কি-না, অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘আমাদের পাল্টা অ্যাকশন (ব্যবস্থা) নেওয়ার কোনো চিন্তা-ভাবনা আমরা করছি না। আমরা বরং বলতে চাচ্ছি যে আমরা ভালো কাজ করছি, তোমরা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করো। আমরা একত্রে কাজ করতে চাই। দোষারোপের মানসিকতা আমাদের নাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ বাড়ানো। এখানে আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। আমাদের পররাষ্ট্রনীতিও এটাই। কারও বিরুদ্ধে কোনো ধরনের আক্রোশ আমাদের নাই।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে তিন মন্ত্রীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘আমরা নিজেরা বিষয়টি নিয়ে আলাপ করছি। এর মধ্যে আবার বসব। বসে ঠিক করব কীভাবে কী করা যায়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশেদ চৌধুরীকে (বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি) আটকে রেখেছে, দেয় না। একটা খুনিকে রেখেছে। আবার আইনের কথা বলে, মানবতার কথা বলে। যে মানবতা লঙ্ঘন করল, মানুষ মেরে ফেলল, তাকে (রাশেদ চৌধুরী) তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে থাকে। এটা তো ঠিক না।’

এ সময় যুক্তরাষ্ট্রে মাঝে মধ্যেই গোলাগুলি এবং স্কুলে, বিপণিবিতানে মানুষ মারা যায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ‘এগুলো নিয়ে সাংবাদিকেরা কোনো কথা বলে না। মার্কিনিরা যখন-তখন যুদ্ধ লাগিয়ে কত মানুষের মানবাধিকার নষ্ট করে। এগুলো নিয়ে কথা বলা উচিত।’


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker