সাহিত্য

নতুনধারার বই উৎসবে ১ টাকায় বই

ভাষার মাসে নতুনধারা বাংলাদেশ এনডিবির বই উৎসব চলছে। মাসব্যাপী এই বই উৎসবে বাংলাদেশের যে কোন নাগরিক নতুনধারার প্রাথমিক সদস্য ফরম পূরণপূর্বক ১ টায় ১ টি বই ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

৮ ফেব্রয়ারি বিকেল ৩ টায় আনুষ্ঠানিক বই বিতরণ কর্মসূচিতে এই ঘোষণা দেন তিনি। বিজয় নগরস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, হরিদাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমিন মেহেদী উপস্থিত বইপ্রেমি নতুনধারার রাজনীতিকদের উদ্দেশ্যে আরো বলেন, নীতির রাজনীতি কখনোই অপরাধূ-দুর্নীতিবাজদের পক্ষে সম্ভব নয়। আর এই কারণেই নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতি নীতিবান-আদর্শবানদেরকে খুঁজে বের করতে ১ টাকায় বই কর্মসূচি হাতে নিয়েছে। ১ জন নতুনধারার কর্মী ১ টি বই ১ টাকায় সংগ্রহ করতে পারবেন আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button