আন্তর্জাতিক

ইমরানের বাড়ির সামনে পুলিশ, গোটা এলাকা রণক্ষেত্র

পাকিস্তানের লাহোরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। টিয়ারসেল নিক্ষেপ, জলকামান, সাঁজোয়া গাড়ি, সমর্থকদের লাঠিসোটা, পাল্টাপাল্টি ধাওয়- সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইমরান খানের বাসভবন এলাকা। 

মঙ্গলবার (১৪ মার্চ) তোষাখানা মামলায় আবারও একবার ইমরান খানকে গ্রেপ্তার করতে ইসলামাবাদ থেকে লাহোরে পৌঁছায় পাকিস্তান পুলিশের একটি দল।

অন্যদিকে, ইমরান খানের গ্রেপ্তার এড়াতে তার বাসভবনের বাইরে সমর্থকরা বিপুল পরিমাণে ভিড় জমায়।

Image

পাকিস্তানের সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা। উল্টো দিকে জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে, সাঁজোয়া গাড়ির আড়াল নিয়ে ইমরানের জামান পার্কের বাসার দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ।

রয়টার্সকে পাকিস্তান সরকারের মুখপাত্র সৈয়দ শাহজাদ নাদিম বলেন, আদালতের আদেশ পালন করতেই ইমরান খানকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ। কিন্তু, তার দলের কর্মীরা হিংসাত্মক হামলা শুরু করেছে। এর ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ইমরান খান যদি আদালতে তার উপস্থিতি নিশ্চিত করেন তবে ভাল। অন্যথায় আইন আইনের পথে চলবে। 

তিনি জানান, পিটিআই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। এর জবাবে পুলিশ তাদের দিকে জলকামান নিক্ষেপ করে এবং কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করে। ইমরান খানের বাড়িতেও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা গিয়েছে। ইমরান সমর্থকদের পুলিশের বিরুদ্ধে গুলতি ব্যবহার করতেও দেখা গিয়েছে। তারা লাঠিসোটা নিয়েও পুলিশের ওপর হামলা করে। 

সংঘর্ষের পর পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি বলেন, আমি ইসলামাবাদের ডিআইজির সঙ্গে কথা বলতে এসেছি। ডিআইজি জানিয়েছিলেন তিনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এসেছেন। আমি তাকে অনুরোধ করছি যেন পরিস্থিতি নষ্ট না করে। পিটিআই রক্তপাত চায় না।

কুরেশি বলেন, আমার সঙ্গে কথা বলেন। আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখান। এ  বিষয়ে আমি ইমরান খানের সঙ্গে কথা বলবো ও আইনজীবীদের পরামর্শ নেবো। পিটিআই কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ বিনা কারণে মন্তব্য করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান তিনি।

উল্লেখ্য, এক নারী বিচারক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় ইমরান খানের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত অজামিনযোগ্য এ পরোয়ানা জারি করেন।

ইসলামাবাদের আদালত তোষাখানা মামলার শুনানিতে টানা অনুপস্থিত থাকার পর ইমরানের বিরুদ্ধে অন্য এক মামলায় আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর এ ঘটনা ঘটলো।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button