তথ্য ও প্রযুক্তি

এখন গুগল সার্চ হবে আরও নিখুঁত

সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হলো নতুন ফিচার। মাল্টি সার্চ টুল নামের এই ফিচারটি এখন ব্যবহারকারীদের সার্চ রেজাল্ট দেখাবে আরও নিখুঁত ও নির্ভুল।

শুধু টেক্সট নয় এই টুল, ছবির মাধ্যমে ঠিকঠাক সার্চ রেজাল্ট দিতে কাজ করবে। খুব শিগগির এই ফিচার দেখতে পাবেন ব্যবহারকারীরা। যদিও শুরুতে শুধু মার্কিন মুলুকের বিটা ইউজাররাই উপভোগ করতে পারবেন।

শুরুতে ফিচারটি কেবল ইংরেজি ভাষাতে উপলব্ধ হবে। তবে শিগগির এটি আরও বেশি সংখ্যক ভাষায় চালু হবে বলে জানা গিয়েছে, যার ফলে ব্যবহারকারীরা সহজে অনেক ধরনের শৈলীর বিবরণ পেতে সক্ষম হবেন।

জেনে নিন কীভাবে ব্যবহার করবেন গুগল মাল্টি সার্চ টুল-
> গুগল মাল্টিসার্চ টুল ব্যবহার করতে, আগ্রহী ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে গুগল অ্যাপ খুলুন।
> এরপর লেন্স ক্যামেরা আইকনে ক্লিক করুন।
> যে কোনো স্ক্রিনশট বা ছবি নিয়ে ইমেজ সার্চ করুন।
> সার্চের জন্য ওপরের ডানদিকে সোয়াইপ করুন এবং এখানে টেক্সট যোগ করতে ‘+’ বাটনে ক্লিক করুন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker