বিনোদন

নূপুর শর্মাকে ডেকে পাঠালো কলকাতার পুলিশ

বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে হাজিরা দিতে বলেছিল কলকাতার দুই থানা। সে সময় জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন নূপুর। কিন্তু পেরিয়ে গেছে সে সময়ও, তাই এবার নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করলো কলকাতা পুলিশ। অর্থাৎ পুলিশের অনুমতি ছাড়া তিনি আর দেশ ছাড়তে পারবেন না, একইসঙ্গে তাকে কলকাতার থানায় হাজিরা দিতে হবে।

শনিবার (২ জুলাই) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক টুইটার পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, এর আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল নূপুর শর্মাকে। সে সময় কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছিলেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছিলেন।

কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।

এর আগে ধর্ম ও ভারতের সংখ্যালঘুদের নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের কারণে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়। ভারতের মুসলমানদের পাশপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোও চাপ দেয় বিজেপিকে। ফলে নূপুরকে দল ও পদ থেকে অব্যাহতি দেয় বিজেপি।

ওই ঘটনার জেরে নূপুরের বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লিতে অভিযোগ দায়ের হয়। এর পরেই কলকাতাসহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে।

কলকাতার নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয় নূপুরকে।

পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও একটি এফআইআর দায়ের করেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়। নূপুরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দেন তৃণমূলের ওই নেতা।

সব শেষ বিতর্কিত মন্তব্যের কারণে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার (১ জুলাই) বিজেপি নেত্রী নূপুরের সমালোচনা করে। নূপুরকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানায় আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker