বিনোদন

বয়কটের সিদ্ধান্তে মুখ খুললেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় পরিচালক সমিতিতে এক মিটিংয়ের মাধ্যমে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

বয়কটের সিদ্ধান্তকে ষড়যন্ত্র উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘হাইকোর্টের রায় পাওয়ার পরই বলেছিলাম, আরও ষড়যন্ত্র হবে। এই বয়কটের সিদ্ধান্ত তারই একটি অংশ। আমাকে একদম হালকা কারণে বয়কট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি তো সংগঠন বিরোধী কোনো কাজ করিনি। ভোট গ্রহণের দিন অন্যান্য সংগঠনের সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না- এই সিদ্ধান্ত কী আমার একার নেওয়ার ক্ষমতা রয়েছে? ১৮ সংগঠনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ভাই নিজে উপস্থিত থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

জায়েদের ভাষ্য, ‘তাদের (১৮ সংগঠন) এই বয়কটের সিদ্ধান্তে শিল্পী সমিতির সাংগঠনিক কাজে কোনো প্রভাব পড়বে না।’

চিত্রনায়ক জায়েদ খানকে বয়কটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলোর সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি (শুধু শিল্পী সমিতির ভোটার ছাড়া)। যা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জন্য অশোভন ও অপমানজনক। এ ঘটনার পেছনে শিল্পী সমিতির সদস্য জনাব জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হওয়ায় সকল সংগঠনের নেতৃবন্দ এই সিদ্ধান্তে উপনীত হয় যে, জনাব জায়েদ খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের কোনও সদস্য কোনও কার্যক্রমে অংশ গ্রহণ করিবেন না। আজ (৫ মার্চ) থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো। সকল সংগঠনের সম্মিলিত পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker