বিনোদন

‘পুষ্পা’র সাফল্যের রহস্য ফাঁস করলেন খরাজ মুখার্জি

মুক্তির পরই ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। মানুষের মুখে মুখে পুষ্পার ডায়ালগ। এমন হওয়াটাই স্বাভাবিক। কারণ, বড় বাজেটের বলিউড-হলিউড সিনেমাকেও টপকে গেছে পুষ্পা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের রহস্য ফাঁস করেছেন কলকাতার শক্তিমান অভিনেতা খরাজ মুখার্জি।

Mission 90
খরাজ মুখার্জি

তিনি বলেন, ‘এই সিনেমার সাফল্যের পর অন্য ভাষার দর্শকদের এক লাফে দক্ষিণী সিনেমা দেখার আগ্রহ বেড়েছে। আমার মনে হয় এই সিনেমার সাফল্যের অন্যতম উপাদান এর একাধিক গল্পের প্লট, নজরকাড়া বিষয়বস্তু। সিনেমাটিতে গান, দুর্ধর্ষ অ্যাকশন, ড্রামা, নিটোল প্রেমের গল্প এবং অবশ্যই তার মধ্যে থাকা সূক্ষ্ম কমেডির ছোঁয়া এটিকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আমার মনে হয়, দর্শকের বড় এক অংশ একটি সিনেমা থেকে এই স্বাদ নেওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল।’

খরাজ মুখার্জি আরও বলেন, ‘বাণিজ্যিকধারার সিনেমা তৈরির জন্য তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি বিখ্যাত। বিশেষ করে যেভাবে তেলেগু সিনেমাতে নায়ককে তুলে ধরা হয়; তা নিয়ে নতুন কিছু বলার নেই। পুষ্পা সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা এই সিনেমার লক্ষ্যই ছিল বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো। পুষ্পা তৈরিও হয়েছিল সেই কথা মাথায় রেখে। যার ফল এখন সবাই দেখতেই পাচ্ছেন।’

Mission 90
আল্লু অর্জুন

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার নাম ভূমিকায় আছেন ‘আইকন স্টার’ খ্যাত তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও আছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিল। সিনেমার আইটেম গানে আবেদনময়ী রূপে নেচেছেন সামান্থা রুথ প্রভু।

প্রসঙ্গত, মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’। দুই পর্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker