বিনোদন

এফডিসির গেটে অবস্থান নিয়েছে চলচ্চিত্রের ১৭ সংগঠন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল বিএফডিসি। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷এটিকে অপমানজনক দাবি করে ৩ দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন।

কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ৯টা থেকে এফডিসির গেটে অবস্থান নিয়েছেন ওই ১৭ সংগঠনের নেতা-কর্মীরা।

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘এফডিসির এমডি আমাদের অপমান করেছে। আমরা তার অপসারণ দাবি করছি। এ ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবা হচ্ছে।’

১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। একইসঙ্গে এমডিকে অপসারণের কর্মসূচির ঘোষণা আসতে পারে। এছাড়া, আরও ২টি দাবি হচ্ছে- শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা আরা শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে না হওয়া।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker