শিক্ষা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখা পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২১-২২ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দ্বায়িত্বে আছেন সমাজবিজ্ঞান বিভাগের মোঃ মাহমুদুল হাসান ইজাজ এবং সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ আকিব হোসাইন।

শুক্রবার (১৩ আগস্ট) ফোরামের নবনির্বাচিত সভাপতি মোঃ মাহমুদুল হাসান ইজাজ ও সাধারণ সম্পাদক মোঃ আকিব হোসাইনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন সহ সভাপতি, মামুন হোসেন আগুন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক বিশাল সাহা, অর্থ সম্পাদক লুৎফর রহমান লাভলু, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, উপ-দপ্তর সম্পাদক মোঃ লিটন হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ কুমার রোহিত ও সাহিত্য ও প্রচার সম্পাদক ইউসুফ আহমেদ।

ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান ইজাজ বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তরুণ লেখকরা তাদের লেখনীর মাধ্যমে সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটিয়ে সমাজের নানা সমস্যা তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করে তুলছে প্রতিনিয়ত। ঢাকা কলেজ শাখা ফোরামের সেরা শাখায় স্থান করে নেয়ার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক আকিব হোসাইন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের আস্থা এবং ভালো লাগার প্রিয় একটি সংগঠন। সংগঠনে যুক্ত হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা লেখনির মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। লেখালেখির মাধ্যমে নিজেকে একজন পূর্ণ লেখক হিসেবে পরিণত করতে এগিয়ে যাচ্ছেন। আশাকরি ঢাকা কলেজ শাখার কলম যোদ্ধাদের লেখনির একটি আদর্শ শাখা গড়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি। নব নির্বাচিত সবাইকে দৈনিক মিশন ৯০পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker