কালিহাতী

পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৯ বছরের চাকরি জীবনের শেষ দিনে কনস্টেবল (৭৭৯) মো. হারুন অর রশিদ (৫৯) কে সম্মানজনক বিদায় জানালো টাঙ্গাইলের কালিহাতী থানার ওসি।

বুধবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে ফুল দিয়ে সুসজ্জিত করা ওসির নিজ গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। সম্মানের সাথে এই পুলিশ সদস্যের বিদায়ের আয়োজনে কালিহাতী থানা পুলিশের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন মো. হারুন অর রশিদ। চাকরি জীবনের পরিসমাপ্তিতে শেষ কর্মস্থল টাঙ্গাইলের কালিহাতী থানা থেকে বুধবার সন্ধ্যায় তাকে ব্যতিক্রমী এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

এ সময় হারুনের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর তাকে ফুল দিয়ে সুসজ্জিত করা ওসির গাড়িতে করে গ্রামের বাড়ি কালিহাতী পৌরসভার ঘুনী পৌঁছে দেয়া হয়।

এর আগে ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে তার রুমে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, ৮ মাস কালিহাতী থানায় কর্মরত ছিলেন হারুন অর রশিদ। তাকে বিদায় শুভেচ্ছা জানানোসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে ফুল সজ্জিত আমার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এ আয়োজন করা হয়। আমি মনে করি এ সম্মানটুকু তার জন্য প্রাপ্ত ছিল।

প্রসঙ্গত, কালিহাতী পৌরসভার ঘুনী গ্রামের মো. হারুন অর রশিদ ১৯৮৪ সালে কনস্টেবল পদে যোগদান করেন। চাকরিকালীন সময়ে তিনি নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, খাগড়াছড়ি ও সবশেষে নিজ থানা টাঙ্গাইলের কালিহাতী থানায় ৮ মাস কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

অবসরপ্রাপ্ত এ পুলিশ কনস্টেবল হারুন অর রশিদ বলেন, অবসর গ্রহণের কষ্টকে ভুলিয়ে দিয়েছে এ আয়োজন, এটি আমার জীবনের সবচেয়ে সম্মানজনক ও স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমার পরিবারের সকলে ও সকল আত্মীয় স্বজনসহ আমরা সবাই খুব খুশি ও আনন্দিত। পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখা দরকার।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker