Site icon MIssion 90 News

কার্যকরী সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ‘ইতিহাস’ খ্যাত নায়িকা রত্না

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২০২৬ এর অনুষ্ঠিত নির্বাচনে কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি। তিনি ভোট পেয়েছেন ২৬৩টি।

প্রতিক্রিয়া জানিয়ে রত্না বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমাকে এত ভালোবাসেন, আমি কৃতজ্ঞ। সব সময় শিল্পীদের পাশে থেকে কাজ করব আমি।’

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক এবং একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা চিত্রনায়িকা রত্নার ঢালিউড চলচ্চিত্রে প্রায় দুই দশকের ক্যারিয়ার। ২০০২ সালে প্রথম ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য চলচ্চিত্র জগতে অভিষেক হয় এ নায়িকার। রত্না কবির সুইটি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত “ইতিহাস” চলচ্চিত্রে কাজী মারুফের বিপরীতে সুনিপুন অভিনয়ের মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে আসেন। এছাড়াও তিনি প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রাঙ্গনে রত্না নামেই পরিচিত।

অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছিলেন রত্না। তবে ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি। তখন থেকে অনিয়মিত দেখা যায় তাকে। 

শিল্পী সমিতির নতুন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথা ভাবছেন রত্না। তার ভাষ্য, ‘শিল্পীরা আমাকে ভালোবাসেন। সেই প্রমাণ ব্যালট বক্সে তারা দিয়েছেন। এবার আমি তাদের জন্য কাজ করতে চাই। চলচ্চিত্রে নিয়মিত থাকতে চাই।

উল্লেখ্য: শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নতুন মেয়াদের সভাপতি পদে মিশা সওদাগর (২৬৫) ভোট ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল (২২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবার সর্বোচ্চ ভোট পেয়েছেন আলেকজান্ডার বো। মিশা-ডিপজল প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে তিনি ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আলেকজান্ডারের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ ভোট পেয়েছেন সভাপতি পদে জয়ী মিশা সওদাগর। 

Exit mobile version