আন্তর্জাতিক

বান্ধবীর কাছ থেকে টাকা চুরির অভিযোগ, রাশিয়ায় মার্কিন সেনা গ্রেপ্তার

চুরির অভিযোগে রাশিয়ায় একজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন ওই সেনা। ৩৪ বছর বয়সী ওই সেনার নাম স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক।

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, এক নারীর কাছ থেকে চুরির অভিযোগ আনা হয়েছে ওই সেনার বিরুদ্ধে। মার্কিন সেনাবাহিনী বিষয়টির সংবেদনশীলতা উল্লেখ করে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে তারা জানিয়েছে, মস্কো অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আটকের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছে।

সেনাবাহিনী বলেছে, ‘অপরাধমূলক অসদাচরণের অভিযোগে রাশিয়ার পূর্বের ভ্লাদিভোস্টক শহরে গত ২ মে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনা মন্তব্য করতে রাজি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রুশ দৈনিক ইজভেস্টিয়া জানিয়েছে, ‘দক্ষিণ কোরিয়ায় কর্মরত সেনা সার্জেন্ট রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভোস্টকে এক নারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না। এপির প্রতিবেদনে বলা হয়েছে,  ব্ল্যাকের দীর্ঘদিনের বান্ধবী ওই নারী।

রাশিয়ায় তার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় যাওয়ার জন্য ব্ল্যাক অনুমতি নেননি বলে জানান কর্মকর্তারা। ব্ল্যাকের রুশ বান্ধবীও দক্ষিণ কোরিয়ায় থাকতেন। সেখানে দুজনের মধ্যে ঝগড়া হলে তার বান্ধবী দেশে ফিরে যান। ইজভেস্টিয়ার প্রতিবেদনে বলা হয়, বান্ধবীকে মারধর করে তার কাছ থেকে ২ লাখ রুবেল (২ হাজার ২০০ ডলার) চুরি করেন ব্ল্যাক।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ব্ল্যাক বিবাহিত। দেশে ফেরার প্রক্রিয়া চলার মধ্যে তিনি রাশিয়ায় তার বান্ধবী সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচসহ একাধিক আমেরিকানকে মুক্তি দেওয়ার জন্য মস্কোর কাছে তদবির করছে। এর মধ্যেই এমন ঘটনা সামনে এল। গত বছরের ২৯শে মার্চ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) আটক করে গারশকোভিচকে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীতল যুদ্ধ চলছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথম গ্রেপ্তার হন ওই মার্কিন সাংবাদিক গেরশকোভিচ (৩২)। তবে তিনি এবং সংবাদপত্র স্ট্রিট জার্নাল এই অভিযোগ অস্বীকার করেছে। 

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এই ঘটনাসহ রাশিয়া সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত’। সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বলেছেন, ‘সেনাবাহিনী তার পরিবারকে এই বিষয়টি অবহিত করেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ায় গ্রেপ্তার হওয়া সৈনিককে উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদান করছে।’

সূত্র: রয়টার্স, এপি


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker