ইতিহাস ও ঐতিহ্যকিশোরগঞ্জকৃষি ও পরিবেশ

সিঁদুর রঙে রঙিন প্রকৃতি

কৃষ্ণচূড়া গ্রীষ্মের অতি পরিচিত ফুল। বাঙালির কবিতা, সাহিত্য, গান ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা নানা ভঙ্গিমায় এসেছে। ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে-আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’ কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গান আমাদের স্মরণ করিয়ে দেয় কৃষ্ণচূড়ার তাৎপর্য।

কিশোরগঞ্জের জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়ার মনকাড়া গাছ। সবুজ সবুজ চিকন পাতা। ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। মন নেচে ওঠে আনন্দে।এই গাছ চমৎকার পাতা পল্পব এবং আগুনলাল কৃষ্ণচূড়া-ফুলের জন্য প্রসিদ্ধ। কৃষ্ণচূড়া গাছের লাল-কমলা-হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে ।

সরেজমিনে দেখা যায়, জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের পেছনের সড়কটিতে থরে থরে ফুটে আছে কৃষ্ণচূড়া। সারিবদ্ধ কৃষ্ণচূড়া গাছে ফুটে থাকা ফুলের আগুনে রূপ মন ভরিয়ে দেয় পথচারীদের।

কৃষ্ণচূড়া গাছে গাছে ফুটে থাকা লাল ফুল কিশোরগঞ্জ জেলা শহরকে রাঙিয়ে তুলেছে। শহরের সৈয়দ নজরুল চত্বর ও গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ এলাকায় কৃষ্ণচূড়া ফুটেছে। নয়নাভিরাম সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে শহরবাসীকে। সেই সৌন্দর্যের ডাকে দাবদাহ উপেক্ষা করে বিকালে শহরবাসী জড়ো হয়েছে কৃষ্ণচূড়া গাছের নিচে। আশপাশে বসে সৌন্দর্য উপভোগের পাশাপশি আড্ডায় মেতে উঠেছেন তারা। এছাড়া জেলা প্রশাসকের বাসভবন ও কার্যালয়ে, পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ে, পুলিশ লাইন এলাকায়, শিল্পকলা একাডেমি, এলজিইডি ভবনের সামনে, বিভিন্ন রাস্তার পাশে দেখা মিলছে এই রক্তরাঙা কৃষ্ণচূড়া গাছের। ফুলের রক্তিম জাগরণ পথচারীদের মুহূর্তের জন্য হলেও শিহরণ জাগায়। দুপুরের রোদে দেয় প্রশান্তির ছায়া। 

হোসেনপুর ভূমি অফিসের সামনে প্রকৃতি যেন লাল গালিবে ঢাকা,কৃষ্ণচূড়ার রক্তিম আভায় উদাসীন মন।কবি মনে দিয়ে যায় দোলা।

হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি একেএম মোহাম্মদ আলী বলেন, ‘কয়েক বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য কৃষ্ণচূড়া গাছ ছিল। দিন দিন কমে গেছে। গ্রীষ্মকালের বাহার কৃষ্ণচূড়া ফুল। দেখলেই চোখ জুড়িয়ে যায়। 

কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মাসুদুল ইসলাম সবুজ বলেন,পাতা ছাড়িয়ে ফুলে ফুলে ছেয়ে থাকা এ রূপ দেখে কখনো মনে হয় গাছে বুঝি আগুন লেগেছে। কেবল উপরেই নয়, ফুল ঝরে সে আগুন ছড়িয়ে পড়েছে রাস্তার দু’পাশেও। যা প্রকৃতিপ্রেমীদের চোখ মন ভরিয়ে দেয়। আবেশ ছড়িয়ে যায় অদ্ভুত এক ভালো লাগার।  

কিশোরগঞ্জের লোকসংস্কৃতির গবেষক জাহাঙ্গীর আলম জাহান বলেন, প্রকৃতিতে এখন মনোমুগ্ধকর রঙ ছড়িয়েছে কৃষ্ণচূড়া। কিশোরগঞ্জে একসময় প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া গাছ দেখা যেত। গ্রীষ্মকালে প্রকৃতিকে সাজিয়ে তুলত। কালের পরিক্রমায় আবাসন ব্যবস্থার কারণে অনেক গাছ কাটা পড়েছে। সৌন্দর্য উপভোগ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কৃষ্ণচূড়া গাছ রোপণ অভিযান চালাতে হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker