পঞ্চগড়

ইউনিয়ন পরিষদ ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে চুরির অভিযোগে আটক রাখা সুজন ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহটি উদ্ধারের সময় ফ্যানের সাথে ফাঁস লাগা অবস্থায় ছিল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে।

স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে সুজন ও জাহেদুল নামে দুই যুবক। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে খবর দিলে ওই রাতেই তাদের পরিষদে নিয়ে যায়। চুরি যাওয়া বিষয়ে সকালে পরিষদে বিচার বসার কথা ছিল। এরই মধ্যে পরিষদের দ্বিতীয় তলায় তাদের দু’জনকে পৃথক রুমে রেখে দেয়া হয়।

সকালে কর্তব্যরত গ্রাম পুলিশ তাদের জন্য খাবার আনতে যায়। পরে খাবার এনে সুজনের রুমে দিতে গেলে তাকে গলায় গামছা দিয়ে রুমের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়দের খবর দেয়।

তৎক্ষণাৎ ঘটনার বিষয়ে থানা পুলিশকেও খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

একই সময় চুরির জন্য জাহেদুল নামে অপর যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি জগদল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, মসজিদের ব্যাটারি চুরি করার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পরিষদের কাছে হস্তান্তর করে, গভীর রাতেই তাদের দু’জনকে পরিষদ ভবনের আলাদা রুমে হেফাজতে রাখা হয়৷ সকালে খবর পাই সুজন ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সদর ইউনিয়ন পরিষদের ভবনে যুবকের আত্মহত্যার খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker