ধামইরহাট

ধামইরহাটে শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের সভা

নওগাঁর ধামইরহাটের নয়াপুকুওে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গণহত্যা সংঘটিত স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সকল পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পার্শে উপজেলার ধামইরহাট ইউনিয়নের পিড়লডাঙ্গা মোড় (নয়াপুকুর) বাজারে শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ২৮ এপ্রিল ১৫ বৈশাখ বুধবার সকালে পাক বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ হয় ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) এবং তৎকালিন সেনাবাহিনী থেকে বেরিয়ে বাঙ্গালী অফিসার ও সৈন্যরা পাক বাহিনীর সাথে। বাঙ্গালীদের পক্ষে নেতৃত্বদেন বীর মুক্তিযোদ্ধা জয়পুরহাট চিনিকলের তৎকালিন কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী অপর দিকে পাক বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন উপজেলার ফার্শিপাড়া পাক ক্যাম্পের সদস্যরা।

এ যুদ্ধে বাঙ্গালীদের সাহায্য করার অপরাধে পাক বাহিনী ৮ জন নিরহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। নিহতরা হলো-উপজেলার পিড়লডাঙ্গা গ্রামের আব্বাস মন্ডল, ফয়েজ উদ্দিন, মছির উদ্দিন, ইদু মন্ডল এবং আব্দুল গফুর মন্ডলের বাড়ীর কামলা ৯ বছরের শিশু বাদশা মিয়া, শিবরামপুর গ্রামের গমো মন্ডল, মোজাহার আলী এবং সাহার উদ্দিন। এ যুদ্ধে পাক বাহিনীর প্রায় ১০-১২ জন সদস্য মারা যায়।

মুক্তিবাহিনী গঠিত হওয়ার আগে এ যুদ্ধ সংঘটিত হয়। তাদেরকে নতুন প্রজন্ম স্মরণ রাখার লক্ষে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা জরুরী। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ইতিহাসবিদ মো: শহীদুল ইসলাম। ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, প্রধান শিক্ষক এসএম মাহবুর উর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker