ধামইরহাট

ধামইরহাটে নবীন শিক্ষকদের বরণ অবসরদের বিদায় সম্মাননা

নওগাঁর ধামইরহাটে নবীন শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা এবং শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আঙ্গরত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামাল (বকুলে)র সভাপতিত্বে অনুষ্ঠানে সকল নবীন শিক্ষকদের সম্মাননা স্মারক দিয়ে বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় তিনি বলেন,‘শিক্ষক কখনো সাবেক হয় না, শিক্ষক হচ্ছে আজীবন শিক্ষকই, আর শিক্ষকরাই পারে উন্নত জাতি গঠন করতে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও মোঃ আরিফুল ইসলাম, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারি জেলা শিক্ষা অফিসার সানাউল হাবীব, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, অনুষ্ঠানের সঞ্চালক প্রধান শিক্ষক মাহমুদুল হাসান রঞ্জু, শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির প্রমুখ, কমিটির সহ-সভাপতি ও অনুষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker