ধামইরহাট

চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো: গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ জানুয়ারী সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন পালিত হয়। অবৈধভাবে কাজ না দেওয়ায় এই হামলা বলে জানান মানব বন্ধনকারীরা।

মানববন্ধনে এলজিইডির ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো: সুমন মাহমুদ বলেন, গত ২৯ জানুয়ারী বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানী নিজ কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে সন্ত্রাসী সাহাবুদ্দিনের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন। আমরা সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারী হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ঘটনার সাথে জড়িতদের ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্তদাবী জানাচ্ছি।’

মানববন্ধন কর্মসূচিতে উপজেলার এলইজিইডির সকল কর্মচারী ও হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেনির পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button