ধামইরহাট

ধামইরহাটে পৌর আওয়ামীলীগের ৪ টি সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে পৌর আওয়ামীলীগের ৪টি সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সকাল ১০ টায় স্মৃতিসৌধ চত্বরে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল এর সভাপতিত্বে কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক সুমন, জেলা কৃষক লীগের সাবেক সম্পাদক ও আহবায়ক সদস্য ডা.মো. আনোয়ারুল ইসলাম মিঠু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুআরা বেগম, সম্পাদক আরজিনা খাতুন, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ্ব জহুরুল হক, শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দুপুর আড়াই টায় ২য় অধিবেশনে পৌর কৃষক লীগের সভাপতি মমিনুল ইসলাম রুবেল, সম্পাদক কাউন্সিলর আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম তারিকুজ্জামান মনি, সম্পাদক এহসান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, শ্রমিক লীগের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সম্পাদক ইদ্রিস আলী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কুলসুম বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে বুলবুলি সাহা নির্বাচিত হন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker