নওগাঁ

জাতীয় মৎস সপ্তাহে ধামইরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ আগস্ট সকাল ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে মৎস্য কর্মকর্তা কার্যালয়ে মৎস্য অফিসার মোছা.মোস্তারিনা আফোরোজের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ লিখিতভাবে জানান, ধামইরহাটে মৎস্য বিভাগের অক্লান্ত প্রচেষ্টায় এবং মৎস্য জীবিদের মাঝে আধুনিক প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক ভাবে মাছ চাষ করে এ উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে মাছ রপ্তানি করা হচ্ছে। চলতি বছর উৎপাদন ৫ হাজার ৭৬৩ মেট্রিক টন, এ উপজেলা চাহিদা ৪ হাজার ৫১ মেট্রিক টন। উদ্বৃত্ত ১ হাজার ৭১২ মেট্রিক টন মাছ বাইরে রপ্তানি করা হয়েছে।’ মৎস্য কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন  ‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দুর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশ নেন, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাধারণ  সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক আবু মুছা স্বপন, মেহেদী হাসান, আব্দুল্লাহেল বাকী, নুরুল ইসলাম, হারুন আল রশিদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button