ময়মনসিংহ

ধোবাউড়ায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করার ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কাওয়ারকান্দা গ্রামে ভাংচুরের এ ঘটনা ঘটে।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনা ঘটেছে বলেও অভিযোগে জানা যায়। এ ঘটনায় ধোবাউড়া থানায় ৪০জনের নামসহ এবং অজ্ঞাত ৫০/৬০ জনকে অভিযুক্ত করে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বকুল মিয়া বাদী হয়ে, ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কাওয়ারকান্দা গ্রামে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র  নিয়ে প্রবেশ করে অফিসে থাকা বেঞ্চ ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এছাড়াও অফিসে টানানো বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ও নৌকার প্রতীকের প্রার্থী বকুল মিয়ার ছবি ছিড়ে মুচড়িয়ে মাটিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নৌকা প্রতীকের সমর্থকরা।

আরো দেখুন

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button