জামালপুর

যারা আমারে খাবার দিলো আল্লাহ যেন তাদের বালা করে

যারা আমারে এত্তগুলা খাবার দিলো আল্লাহ যেন তাদের বালা করে। পরিবার পরিজন নিয়া চলা কষ্ট অইতাছে। তোমরা খাবার পাইয়া আমি খুব খুশি অইছি। পরিবার পরিজন নিয়া কয়ডা দিন চলবার পামু। ইফতার ও ঈদ সামগ্রী পাওয়া চক হাটবাড়ী গ্রামের মজিরন বিবি (৬৫) হাসি মুখে কথা গুলো বলেন।

“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ” গরীব-ধনী সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে  জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৭ এপ্রিল) সকালে আল-খায়ের ফাউন্ডেশনের সহায়তায় পৌরসভার শিমলাপল্লী ছাইদুর রহমান তালুকদার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লোকোসেড ঈদগা মাঠে এ খাদ্যসামগ্রী  বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এসময় ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। পন্য হিসেবে প্রতিটি ব্যাগে ছিল খেজুর, চাউল, ডাউল, আলু, ছোলা, পেঁয়াজ, তেল, আটা, লবন।

ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া। অনুষ্ঠানে সুহৃদ সমাবেশের সভাপতি ওমর কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশের সহকারি সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক, সমকালের সরিষাবাড়ী প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের উপদেষ্টা সোলায়মান হোসেন হরেক। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ রাজ্জাক, এ.কে.এম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসকাবে সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। 

সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি কামরুল ইসলাম বিপুল, মোঃ শাহাদত হোসেন রিপন, ইয়াছিন আলম শিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নবীন, আরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রুকন মাহমুদ, অর্থ সম্পাদক শাহিন মিয়া খোকন, সহ-দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, সহ-সাহিত্য সম্পাদক নূর ইসলাম সুমন, প্রচার প্রকাশনা সম্পাদক মানিক মিয়া, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক সুজন মিয়া, নির্বাহী সদস্য মমিনুল ইসলাম কিসমত, নজরুল ইসলাম, হাফিজা বেগম তালুকদার, রফিকুল ইসলাম, পরিমল চন্দ্র সূত্রধর, আলহাজ রবিউল ইসলাম, মুক্তার হোসেন, মঞ্জুরুল ইসলাম মজনু, ইয়াছিন হোসেন উপস্থিথ ছিলেন।

সুহৃদের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া বক্তব্যে বলেন, ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল ফাউন্ডেশন। আমরা সবাই আল খায়ের ফাউন্ডেশনের জন্য দোয়া করি ও শুকরিয়া জানাই। আমরা যেন পরবর্তী সময়েও আল খায়ের ফাউন্ডেশন ও সমকালের মাধ্যমে এমন কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। 


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker