জামালপুরলকডাউনের খবর

জামালপুরে ১ দিনেই নতুন করে করোনায় আক্রান্ত ৫৫ জন, মৃত্যু ১জন।

সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ২৮ টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন টেস্টে ৫৫ টি নমুনা পরীক্ষায় ১৬ জন অর্থাৎ মোট ২৪৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫৫ জন (জামালপুর সদর উপজেলা- ২৫ জন, মেলান্দহ উপজেলা- ২ জন, মাদারগঞ্জ উপজেলা- ১ জন, ইসলামপুর উপজেলা- ৪ জন, সরিষাবাড়ী উপজেলা- ১২ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ৩ জন ও বকশীগঞ্জ উপজেলা- ৮ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ২৮৮৮ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- বটতলা, শরীফপুর, আমলাপাড়া ৩ জন, ব্যাংক কলোনী ২ জন, লাঙ্গলজোড়া, জেনারেল হাসপাতাল ৩ জন (AD সহ), পরিচর্যা ক্লিনিক, মুকুন্দবাড়ী ২ জন, শাহবাজপুর, কাচারীপাড়া, খামারবাড়ী, শ্রীপুর ২ জন, ফতেপুর, রামনগর, জেলা পরিষদ বাংলো, রামদেব বাড়ী, জামালপুর সদর ও লক্ষীরচর।
মেলান্দহ উপজেলা- মেলান্দহ ও নয়ানগর।
মাদারগঞ্জ উপজেলা- মাদারগঞ্জ।
ইসলামপুর উপজেলা- ইসলামপুর ২ জন, মলমগঞ্জ ও ভেঙ্গুরা।
সরিষাবাড়ী উপজেলা- ফুলদহ (মৃত), সাতপোয়া ২ জন, কামরাবাদ, হাজীপুর, মহাদান, বড়বাড়িয়া, গোয়ালবাথান, আরামনগর, মাইজবাড়ী, শিমলা বাজার ও সরিষাবাড়ী।
দেওয়ানগঞ্জ উপজেলা- পোল্যাকান্দি, দাসপাড়া ও ডালবাড়ী।
বকশীগঞ্জ উপজেলা- পল্লী বিদ্যুৎ ৩ জন, মেরুরচর, নিলক্ষিয়া, কান্দাপাড়া, সূর্যনগর ও বাট্টাজোড়।
সর্বশেষ সুস্থ ০ জন।
সর্বমোট সুস্থ ২৪১৩ জন।
সর্বশেষ মৃত্যু ১ জন
(সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- ফুলদহ, সরিষাবাড়ী, জামালপুর,
লিঙ্গ- মহিলা, বয়স- ৬৫ বছর,
নমুনা সংগ্রহের তারিখ- ২৯/০৬/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ৩০/০৬/২০২১, মৃত্যুর তারিখ- ২৯/০৬/২০২১ (সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- মৃত নমুনায় পজিটিভ)।
সর্বমোট মৃত্যু ৪৯ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ২৪৭ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ২৫৩৭৯ টি।
তথ‍্য নিশ্চয়তায়: সিভিল সার্জনের কার্য‍্যালয়, জামালপুর।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker