

শেষ মুহুর্তে জমে উঠেছে বেনাপোল পৌর সভা নির্বাচন। চলছে মিছিল মিটিং গনসংযোগ ও জনসভা। প্রার্থী আর কর্মিদের পদচারনায় মুখরিত রয়েছে পৌর এলাকা। অনেক দিন পরে নির্বাচন হওয়ায় ভোটাররাও মহা খুশিতে আছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকার ওলি গলি ও প্রধান সড়ক।
বেনাপোল পৌরসভাকে মডেল পৌরসভায় রুপাুন্তর, মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি, বিভিন্ন ভাতা প্রদান সহ নানা উন্নয়ন মুলক কর্রমকান্ডের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে সাধারন ভোটাররা বলছেন, যে শিক্ষিত ও এলাকার উন্নয়ন করতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। নির্বাচনের ভিডিও চিত্র তুলে ধরে রিপোর্ট করছেন বেনাপোল প্রতিনিধি মোঃ ওসমান গনি।