যশোর

বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় নাগরিকসহ ৬ চোরাকারবারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও বিভিন্ন প্রসাধনীসহ ৬ জন চোরাকারবারী আটক। 

বৃহস্পতিবার (১৬ ই মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার স্বরুপ নগর থানার সাকদাহ জাদবপুর গ্রামের আজগর মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর খাঁপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মানিক মিয়া, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী হোসেন, একই গ্রামের মৃত সালেক শেখের ছেলে তরিকুল ইসলাম, গাতিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমরান হোসেন ও সাদীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানভির হোসেন।

নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও বিভিন্ন প্রসাধনী জব্দ এবং ৬ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। 

জব্দকৃত শাড়ী ও বিভিন্ন প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য (১৮,৭৫০,৬০/-) টাকা।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button